মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2023 আলো (অধ্যায়-৫)

  
মাধ্যমিক দশম শ্রেণী ভৌত বিজ্ঞান সাজেশন 2023। Madhyamik Physical Science Suggestion 2023 ।West Bengal Class 10th Physical Science Suggestion 2023।

Madhyamik Physical Science Suggestion 2023। মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন 2023।পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন 2023 --আলো (অধ্যায়-৫)-এর প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন 2023 --আলো (অধ্যায়-৫)-এর প্রশ্ন-উত্তর গুলি আগামী পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভৌত বিজ্ঞান পরীক্ষার 2023 সালের (West Bengal Madhyamik Physical Science Examination 2023) জন্য খুব ইম্পর্টেন্ট। যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী যারা মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন 2022 খুঁজছে, তারা নিচে দেওয়া মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন 2023 (Madhyamik Physical Science Suggestion 2023)-- প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারেন।পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভৌত বিজ্ঞান 2022 সালের (West Bengal Madhyamik Physical Science 2023) পরীক্ষাতে এই প্রশ্ন গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভৌত বিজ্ঞান পরীক্ষার 2023 (Madhyamik Physical Science Suggestion 2023) আলো (অধ্যায়-৫) জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর  নিচে দেওয়া হল।
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশিত সাম্প্রতিক প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন নীতি অনুসারে ভৌত বিজ্ঞান বিষয়ের আলো (Light)  অধ্যায় থেকে 1 নম্বরের বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন (M.C.Q)1 নম্বরের অতি সংক্ষিপ্ত (V.S.A), 2 নম্বরের সংক্ষিপ্ত (S.A) ও 3 নম্বরের দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন (L.A) আসবে ।
TopicM.C.QV.S.AS.AL.ATOTAL MARKS
আলো 1 X 3 = 3 1 X 3 = 3 2 X 1= 2 3 X 3 = 9        17

Madhyamik Physical Science Suggestion – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন।

আলো (অধ্যায়-5) MCQ, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন উত্তর

মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন  আলো (অধ্যায়-5) অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : (মান – 1)


1) সমতল দর্পনের ফোকাস দূরত্ব কত?

⇒ অসীম

2) শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন?

⇒ শূন্য মাধ্যমে  সমস্ত বর্ণের আলোর বেগ সমান।

3)  অবতল দর্পণ থেকে কতদূরে বস্তু রাখলে প্রতিবিম্বের আকার ও বস্তুর আকার সমান হয়?

⇒ দর্পণের বক্রতাকেন্দ্রে 

4) কোন ক্ষেত্রে স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়? 

⇒ লম্ব আপাতনের ক্ষেত্রে 

5) আলোর প্রতিসরণের লম্ব আপাতন এর ক্ষেত্রে চ্যুতির মান কত হয়? 

⇒ শূন্য

6) ক্যামেরায় কোন ধরণের লেন্স ব্যবহার করা হয়?

⇒ উত্তল

7) শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? 

⇒ 1

8) প্রিজমের চ্যুতি কোণের মান কখন সর্বোচ্চ হয়? 

⇒ আপাতন কোণের মান শূন্য হলে

9) বিবর্ধক কাচ হিসেবে কোন প্রকার লেন্স ব্যবহার করা হয়? 

⇒ উত্তল লেন্স 

10) স্বাভাবিক চোখের দূরবিন্দু কোথায় অবস্থিত?

⇒ অসীমে

11) প্রতিসরণের আলোকরশ্মির কোন ধর্ম অপরিবর্তিত থাকে? 

⇒ কম্পাঙ্ক। 

12) ফটোগ্রাফিক ক্যামেরার উৎপন্ন প্রতিবিম্বের প্রকৃতি কিরূপ? 

⇒ সদ্‌ , অবশীর্ষ এবং ক্ষুদ্রতর।


আরও পড়ুন
মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশনClick Here
[ছায়া] ভৌত বিজ্ঞান [দশম শ্রেণি] - গ্যাসের আচরণ - অনুশীলনীর সমাধানClick Here
[সাঁতরা] ভৌত বিজ্ঞান [দশম শ্রেণি] - গ্যাসের আচরণ - অনুশীলনীর সমাধানClick Here
[প্রান্তিক] ভৌত বিজ্ঞান [দশম শ্রেণি] - গ্যাসের আচরণ - অনুশীলনীর সমাধানClick Here
দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান গ্যাসের আচরণ নোটসClick Here


মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন  আলো (অধ্যায়-5) সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : (মান – 2)


1) কাচের স্লাবে আলোর বিচ্ছুরণ হয় না কেন?

2) বিবর্ধক কাচের কার্যনীতি ব্যাখ্যা করো। 

3) গাড়ির হেডলাইটে কী ধরণের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন?

4) চিত্রসহ পাতলা লেন্স আলোক কেন্দ্র সংজ্ঞা দাও।

5) উত্তল লেন্সের সাহায্যে কিভাবে অসদ বিম্ব ও পাওয়া যায় চিত্র সহ বুঝিয়ে দাও।

6) উত্তল লেন্সকে অভিসারী লেন্স কেন বলা হয়?

7) দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া ত্রুটি কাকে বলে? কিভাবে প্রতিকার করা হয়?

8) চিত্রসহ লেন্সের ফোকাস ও ফোকাস দূরত্বের সংজ্ঞা দাও।

9) কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?

10) দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন?

11) সবুজ আলোয় লাল ফুলকে কালো দেখায় কেন?

12) গাড়ির রিয়ার ভিউ মিরর বা ভিউ ফাইন্ডার হিসাবে কোন দর্পন ব্যবহার করা হয় এবং কেন?

13) কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের উপর কীভাবে নির্ভর করে?

14) অসীমে অবস্থিত কোনো বিস্তৃত বস্তুর অবতল দর্পণ কর্তৃক গঠিত প্রতিবিম্ব দর্পণের সামনে কোথায় গঠিত হবে? প্রতিবিম্বের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

15) কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কাকে বলে?

16) আলোক তরঙ্গের গতিবেগ সাপেক্ষে মাধ্যমের প্রতিসরাঙ্কের সংজ্ঞা দাও।

17) লেন্স চেনার পদ্ধতি উল্লেখ করো।

18)  লম্ব আপাতন এর ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য নয় কেন? 


মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন আলো (অধ্যায়-5) দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নোত্তর : (মান – 3)


1) অবতল দুর্পনের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি নির্ণয় করো।

2) একটি বস্তুর দৈর্ঘ্য 5 cm। এটিকে উত্তল লেন্সের সামনে 2 cm দূরত্বে রেখে 10 cm দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল? রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্ব কত?

3) অবতল দর্পণ কীভাবে কোনো বিস্তৃত বস্তুর সদ, বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে তা রেখাচিত্রের সাহায্যে দেখাও।

4) বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.5 হলে কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত? একটি উত্তল লেন্স থেকে 20 cm দূরে একটি বস্তু রাখার ফলে উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোনো দিকেই পাওয়া গেল না। ওই লেন্সের ফোকাস দূরত্ব কত?
 
5) আলোকরশ্মির ঘনতর মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির পরিমাণ নির্ণয় করো। কখন চ্যুতি কোণের এর মান সর্বোচ্চ হয়?

6) দেখাও কাচ ফলকের প্রতিসরণের ফলে আলোকরশ্মির চ্যুতি হয় না।

7) অবতল দর্পন কীভাবে কোনো বিস্তৃত বস্তুর অসদ,বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে তা রেখাচিত্রের সাহায্যে দেখাও।

8) দন্ত চিকিৎসকরা কী ধরণের দর্পণ ব্যবহার করেন এবং কেন?

9) প্রিজমের মধ্য দিয়ে আলোকরশ্মি প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতি কোণের রাশিমালা নির্ণয় করো। 
10) স্নেলের সুত্রের সাহায্যে বিচ্ছুরণের কারণ ব্যাখা করো।
11) কোন মাধ্যমে আলোর বেগ '2×10^8' m/s হলে, ওই মাধ্যমের কত প্রতিসরাঙ্ক কত ?


আরও পড়ুন
মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশনClick Here
[ছায়া] ভৌত বিজ্ঞান [দশম শ্রেণি] - গ্যাসের আচরণ - অনুশীলনীর সমাধানClick Here
[সাঁতরা] ভৌত বিজ্ঞান [দশম শ্রেণি] - গ্যাসের আচরণ - অনুশীলনীর সমাধানClick Here
[প্রান্তিক] ভৌত বিজ্ঞান [দশম শ্রেণি] - গ্যাসের আচরণ - অনুশীলনীর সমাধানClick Here
দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান গ্যাসের আচরণ নোটসClick Here


আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই "দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান আলো। WBBSE class 10 physical science Light notes." পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই PhysicsinBengali ওয়েবসাইটের পাশে থাকুন।
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো ।

Tags: দশম শ্রেণী, ভৌত বিজ্ঞান, আলো (অধ্যায়-৫), M.C.Q প্রশ্নোত্তর, দশম শ্রেণী ভৌত বিজ্ঞান আলো ভাবনা M.C.Q প্রশ্নোত্তর, WBBSE, class 10, physical science, light, WBBSE Class 10 Physical Science light M.C.Q questions and answers.দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান আলো নোটস। WBBSE class 10 physical science Light notes. 






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ