মাধ্যমিক দশম শ্রেণী ভৌত বিজ্ঞান সাজেশন 2023। Madhyamik Physical Science Suggestion 2023 ।West Bengal Class 10th Physical Science Suggestion 2023।
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশিত সাম্প্রতিক প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন নীতি অনুসারে ভৌত বিজ্ঞান বিষয়ের আলো (Light) অধ্যায় থেকে 1 নম্বরের বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন (M.C.Q), 1 নম্বরের অতি সংক্ষিপ্ত (V.S.A), 2 নম্বরের সংক্ষিপ্ত (S.A) ও 3 নম্বরের দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন (L.A) আসবে ।
Topic | M.C.Q | V.S.A | S.A | L.A | TOTAL MARKS |
---|---|---|---|---|---|
আলো | 1 X 3 = 3 | 1 X 3 = 3 | 2 X 1= 2 | 3 X 3 = 9 | 17 |
Madhyamik Physical Science Suggestion – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন।
আলো (অধ্যায়-5) MCQ, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন উত্তর
মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন আলো (অধ্যায়-5) অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : (মান – 1) |
1) সমতল দর্পনের ফোকাস দূরত্ব কত?
⇒ অসীম
2) শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন?
⇒ শূন্য মাধ্যমে সমস্ত বর্ণের আলোর বেগ সমান।
3) অবতল দর্পণ থেকে কতদূরে বস্তু রাখলে প্রতিবিম্বের আকার ও বস্তুর আকার সমান হয়?
⇒ দর্পণের বক্রতাকেন্দ্রে
4) কোন ক্ষেত্রে স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়?
⇒ লম্ব আপাতনের ক্ষেত্রে
5) আলোর প্রতিসরণের লম্ব আপাতন এর ক্ষেত্রে চ্যুতির মান কত হয়?
⇒ শূন্য
6) ক্যামেরায় কোন ধরণের লেন্স ব্যবহার করা হয়?
⇒ উত্তল
7) শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক কত?
⇒ 1
8) প্রিজমের চ্যুতি কোণের মান কখন সর্বোচ্চ হয়?
⇒ আপাতন কোণের মান শূন্য হলে
9) বিবর্ধক কাচ হিসেবে কোন প্রকার লেন্স ব্যবহার করা হয়?
⇒ উত্তল লেন্স
10) স্বাভাবিক চোখের দূরবিন্দু কোথায় অবস্থিত?
⇒ অসীমে
11) প্রতিসরণের আলোকরশ্মির কোন ধর্ম অপরিবর্তিত থাকে?
⇒ কম্পাঙ্ক।
12) ফটোগ্রাফিক ক্যামেরার উৎপন্ন প্রতিবিম্বের প্রকৃতি কিরূপ?
⇒ সদ্ , অবশীর্ষ এবং ক্ষুদ্রতর।
আরও পড়ুন | |
মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন | Click Here |
[ছায়া] ভৌত বিজ্ঞান [দশম শ্রেণি] - গ্যাসের আচরণ - অনুশীলনীর সমাধান | Click Here |
[সাঁতরা] ভৌত বিজ্ঞান [দশম শ্রেণি] - গ্যাসের আচরণ - অনুশীলনীর সমাধান | Click Here |
[প্রান্তিক] ভৌত বিজ্ঞান [দশম শ্রেণি] - গ্যাসের আচরণ - অনুশীলনীর সমাধান | Click Here |
দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান গ্যাসের আচরণ নোটস | Click Here |
মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন আলো (অধ্যায়-5) সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : (মান – 2) |
1) কাচের স্লাবে আলোর বিচ্ছুরণ হয় না কেন?
2) বিবর্ধক কাচের কার্যনীতি ব্যাখ্যা করো।
3) গাড়ির হেডলাইটে কী ধরণের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন?
4) চিত্রসহ পাতলা লেন্স আলোক কেন্দ্র সংজ্ঞা দাও।
5) উত্তল লেন্সের সাহায্যে কিভাবে অসদ বিম্ব ও পাওয়া যায় চিত্র সহ বুঝিয়ে দাও।
6) উত্তল লেন্সকে অভিসারী লেন্স কেন বলা হয়?
7) দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া ত্রুটি কাকে বলে? কিভাবে প্রতিকার করা হয়?
8) চিত্রসহ লেন্সের ফোকাস ও ফোকাস দূরত্বের সংজ্ঞা দাও।
9) কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?
10) দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন?
11) সবুজ আলোয় লাল ফুলকে কালো দেখায় কেন?
12) গাড়ির রিয়ার ভিউ মিরর বা ভিউ ফাইন্ডার হিসাবে কোন দর্পন ব্যবহার করা হয় এবং কেন?
13) কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের উপর কীভাবে নির্ভর করে?
14) অসীমে অবস্থিত কোনো বিস্তৃত বস্তুর অবতল দর্পণ কর্তৃক গঠিত প্রতিবিম্ব দর্পণের সামনে কোথায় গঠিত হবে? প্রতিবিম্বের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
15) কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কাকে বলে?
16) আলোক তরঙ্গের গতিবেগ সাপেক্ষে মাধ্যমের প্রতিসরাঙ্কের সংজ্ঞা দাও।
17) লেন্স চেনার পদ্ধতি উল্লেখ করো।
18) লম্ব আপাতন এর ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য নয় কেন?
মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন আলো (অধ্যায়-5) দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নোত্তর : (মান – 3) |
আরও পড়ুন | |
মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন | Click Here |
[ছায়া] ভৌত বিজ্ঞান [দশম শ্রেণি] - গ্যাসের আচরণ - অনুশীলনীর সমাধান | Click Here |
[সাঁতরা] ভৌত বিজ্ঞান [দশম শ্রেণি] - গ্যাসের আচরণ - অনুশীলনীর সমাধান | Click Here |
[প্রান্তিক] ভৌত বিজ্ঞান [দশম শ্রেণি] - গ্যাসের আচরণ - অনুশীলনীর সমাধান | Click Here |
দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান গ্যাসের আচরণ নোটস | Click Here |
0 মন্তব্যসমূহ
If you have any doubts.Please let me know.
Please do not enter any spam link in the comment box.
Thanks.